ঠাকুরগাঁওয়ে হারভেস্টপ্লাসের বাস্তবায়নে "রিয়েক্টস-ইন" প্রজেক্টর আওতায় "জিংক ধান বিষয়ক শস্য ভ্যালু চেইন এক্টর সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ আগস্ট) ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় অবস্থিত ইএসডিও`র শাখা অফিসের সেমিনার রুমে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় পার্টিসিপেন্ট হিসাবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলার বিভিন্ন আটো রাইস মিলার, সেমি আটো রাইস মিলার, ধান চাল ব্যবসায়ী, ধান বীজ ব্যবসায়ী ও জিংক ধান উৎপাদনকারী কৃষক বৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন ইএসডিও রিয়েক্টস- ইন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মোঃ আশরাফুল আলম, পিসি মোঃ কামরুল ইসলাম ও ইএসডিও ফারমার্স হাবের মার্কেট প্রমোশন অফিসার মোঃ রবিউল ইসলাম।
মানব দেহে জিংকের উপকারিতা, অভাবজনিত লক্ষণ ও জিংকের ঘাটতি মেটানোর উপায়সহ জিংক সমৃদ্ধ ধান ও গমের বিভিন্ন জাত, তাদের উৎপাদন প্রযুক্তি বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা আলোচনায় স্বতস্ফুর্ত ভাবে অংশগ্রহণ করেন এবং জিংক ধান ও গম কে মানুষের হাতের নাগালে পৌঁছাতে তারা দৃঢ় ভাবে কাজ করে যাবেন মর্মে অঙ্গীকারবদ্ধ হন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :