চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিখোঁজের ২৪ ঘণ্টা পর এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম ইমরান হোসেন ওরফে জুয়েল (১৬)।
তিনি রাঙামাটির জেলার রাজস্থলি উপজেলার শফিপুর গ্রামের মো. নবীর হোসেনের ছেলে। জুয়েল রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টারের কিতাব বিভাগের ১০ম শ্রেণির ছাত্র। মাদ্রাসার আবাসিক-এ থাকতো জুয়েল।
১৮ আগস্ট রোববার রাত ৮টার দিকে মাদ্রাসার পিছনে খালের পাড় থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। মাদ্রাসার শিক্ষক মুফতি সাইফুল ইসলাম বলেন, ১৭ আগস্ট শনিবার রাত ৮টার পর জুয়েলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। স্থানীয়দের সঙ্গে নিয়ে মাদ্রাসার শিক্ষকরা গভীর রাত পর্যন্ত খোঁজাখুজি করেও পাওয়া যায়নি। পরে মাদ্রাসা কর্তৃপক্ষ তার পরিবারকে বিষয়টি জানায়।
পরিবারের লোকজনও খোঁজাখুঁজি করে না পেয়ে ১৮ আগস্ট রোববার সকালে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় সাধারণ ডায়রি করেন।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মো. হাছান বলেন, ‘মরদেহের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বলা যাবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :