মৌলভীবাজার জেলার জুড়ীতে ৪৩৫ পিস ইয়াবা ও এক বোতল ফেনসিডিলসহ মোঃ নয়ন মিয়া (১৯) নামে একজনকে সেনাবাহিনীর সহায়তায় আটক করেছে পুলিশ। সে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের গরেরগাঁও গ্রামের সেলিম আহমদের ছেলে। মঙ্গলবার (২০ আগস্ট) গভীর রাতে তাকে আটক করে পুলিশ।
জানা যায়, মঙ্গলবার (২০ আগস্ট) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই-নিরস্ত্র) মোঃ জুনেদ আহমদের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের গরেরগাঁও নিজ বাড়ী থেকে তাকে আটক করে। এ সময় তার কাছে থাকা ৪৩৫ পিস ইয়াবা ও ১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :