AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শহীদ আয়াতুল্লাহ‍‍`র পরিবারকে আর্থিক অনুদান দিল উপজেলা প্রশাসন 


শহীদ আয়াতুল্লাহ‍‍`র পরিবারকে আর্থিক অনুদান দিল উপজেলা প্রশাসন 

ছাত্র-জনতার বিক্ষোভের মুখে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের দিন গাজীপুরের আনসার ভিডিপি একাডেমির সামনে বিজয় মিছিলে যোগ দিয়ে নিহত হওয়া তরুণ শহীদ আয়াতুল্লাহ‍‍`র পরিবারকে আর্থিক অনুদান দিয়েছে উপজেলা প্রশাসন।


বুধবার ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ দর্শী চাকমা শহীদ আয়াতুল্লাহ‍‍`র বাবা মো.সিরাজুল ইসলামের হাতে এই অনুদানের চেক তুলে দেন। 

এ সময় উপস্থিত ছিলেন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তৌফিক আহম্মেদ, মধ্যনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মজনু, সাবেক সাধারণ সম্পাদক মো. আবুল বাশার, জেলা বিএনপির সদস্য মো.কামাল হোসেন, মধ্যনগর বৈষম্য বিরুধী ছাত্র সমাজের পক্ষে ফজলে রাব্বী, সজিব মিয়া, আমিরুজ্জামান নাসিম, আব্দুল মুকিত প্রমুখ।


উল্লেখ্য, শহীদ আয়াতুল্লাহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে এ আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে বড় ভাই সোহাগ মিয়ার সঙ্গে গাজিপুরের মৌচাক এলাকায় আনন্দ মিছিলে যোগ দেন।মিছিলটি আনসার ভিডিপি একাডেমির সামনে যাওয়ার পরপরই আনসার বাহিনীর সদস্যরা গুলি চালালে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এরপর থেকে আয়াতুল্লাহ নিখোঁজ ছিলেন।নিখোঁজ হওয়ার ১১ দিন পর তাঁর লাশের সন্ধান মেলে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!