চুয়াডাঙ্গার জীবননগরে ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযানে ৪ টি প্রতিষ্ঠান কে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার(২২ আগস্ট) দুপুরে জীবননগর বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণের চুয়াডাঙ্গা জেলা শাখার সহকারী পরিচালক সজল আহম্মেদ।
ভোক্তা অধিকার সূত্রে জানা যায়,জীবননগর থানার এসআই শরিফুলের নেতৃত্বে জীবননগর থানা পুলিশের একটি টিমের সহযোগিতায় বৃহস্পতিবার দুপুরে জীবননগর বাসস্ট্যান্ড বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ফার্মেসী, আড়ত,সবজি, ডিম, মুদিদোকান, মাছসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।
এসময় মেসার্স নুর ইউনানি ফার্মেসীতে তদারকিতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়,নিম্নমানের অননুমোদিত ও মেয়াদ মুল্যবিহীন ঔষধ বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো.হুসাইনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা এবং অপর একটি প্রতিষ্ঠান মেসার্স মান্নান ইউনানি ফার্মেসি এর মালিক মো.মাসুম আলীকে একই অপরাধ ও ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে মেসার্স নাজিম স্টোর নামক প্রতিষ্ঠানে অভিযান চালালে মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন পণ্য বিক্রয় ও অস্বাস্থ্যকরভাবে খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো.নাজিম উদ্দিনকে ১০ হাজার টাকা এবং একই অপরাধে মেসার্স গাজি স্টোরের মালিক মো.সাকিব রহমান কে ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় ভোক্তা অধিকারের পক্ষ থেকে সবজি বাজার, মুদি দোকান, আলু পেয়াজের আড়তসহ আরও কিছু প্রতিষ্ঠান তদারকি করা হয়।সবাইকে ন্যায্যমূল্যে পণ্য ক্রয় বিক্রয়, ভাউচার সংরক্ষণ ও মুল্যতালিকা প্রদর্শন করতে বলা হয়।সবশেষে উপস্থিত জনসাধারণের মাঝে সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :