মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার পদ্মা সেতু উত্তর থানার মাওয়া বাজারে সামাজিক সংগঠন বাতিঘরের আয়োজনে মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুমার নামাজ শেষে এলাকার স্থানীয়রা এ মানববন্ধনে অংশ নিয়ে মাদকের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য দেন। সেই সাথে বিগত বছরগুলোতে যারা মাদক ব্যবসায়ীদের আশ্রয় দিয়েছেন এবং এর সাথে যারা জড়িত ছিলেন তাদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানায় মানববন্ধনে অংশ গ্রহণকারীরা।
এ সময় উপস্থিত ছিলেন মাওয়া বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মো. মাহফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. মোহন, বিএনপি নেতা মোশারফ হোসেন নসু, শেখ সোলয়মান তপু, ওমর ফারুক রাসেল, ওমর ফারুক লিমন, শাহরিয়ার কবির তন্ময়, সাইদ, রোমেল প্রমুখ।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :