কুমিল্লার তিতাস উপজেলায় বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রবিবার (২৫ আগস্ট) সকাল ১০ টায় তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের বাঘাইরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো বাঘাইরামপুর গ্রামের মুক্তার হোসেনের বড় মেয়ে সামিয়া আক্তার (১০) এবং একই গ্রামের মনির হোসেনের মেয়ে আয়শা আক্তার (৮) । সামিয়া আক্তার স্থানীয় খাতুন কোবরা মহিলা মাদ্রাসার তৃতীয় শ্রেনির শিক্ষার্থী।
স্থানীয়দের সুত্রে জানা যায়, বন্যা প্লাবিত সড়কে খেলতে গিয়ে স্রোতের তোরে পড়ে সামিয়া ও আয়শা নিখোঁজ হয়। পরে দাউদকান্দি ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে সামিয়া ও আয়শাকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্মরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :