AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাণীশংকৈলে মাদকসহ আটক সুশান্ত রায়ের ৬ মাসের কারাদণ্ড


রাণীশংকৈলে মাদকসহ আটক সুশান্ত রায়ের ৬ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সুশান্ত রায় (২৯) নামে এক যুবককে মাদক কারবারী হিসাবে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদক কারবারি সুশান্ত রায়কে মাদকসহ সোমবার (২৬ আগষ্ট) রাতে গ্রেপ্তার করে পুলিশ ও সেনাবাহিনী মিলে যৌথবাহিনীর একটি দল।

পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রকিবুল হাসানের আদালতে উপস্থিত করা হলে আদালতের বিচারক মাদক কারবারী সুশান্ত রায়কে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত সুশান্ত রায় পাশ্ববর্তী পীরগঞ্জ উপজেলার নারায়ণপুর দুর্গাপুর গ্রামের দীনেজ রায়ের ছেলে।

এবিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মামুনুর রশিদ জানান, তিনি সোমবার রাতে বাসায় ফিরছিলেন এসময় রানীশংকৈল-পীরগঞ্জ মহাসড়কের পুরাতন সেন্টার এলাকার কাছে ব্রিজের উপর কয়েকজন যুবককে দেখতে পান। তাদের দেখে সন্দেহ হলে এলাকাবাসীকে সাথে নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়।  এসময় একজনের কাছ থেকে ৬ পিচ ইয়াবা পাওয়া যায়। এসময় পুলিশকে খবর দিলে তারা অভিযুক্ত সুশান্ত রায় ও সন্দেহভাজন দুজনকে আটক করে থানায় নিয়ে যান। পরে সন্দেহভাজন দুজনকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়।

রাতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদকসহ আটক সুশান্ত রায়কে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. রকিবুল হাসান তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রকিবুল হাসান বলেন, ওই মাদক কার বারির স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ায় তাকে ৬ মাসের জেল দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে। মাদক একটি সামাজিক ব্যাধি, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!