বন্যা কবলিত ফেনীতে বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে বোয়ালখালীর স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন এলায়েন্স অব বোয়ালখালী। গত শনি ও রবিবার ফেনীর ফাজিলপুরের দুর্গম এলাকায় তিন শতাধিক মানুষের হাতে ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছে সংগঠনের সদস্যরা। পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের মাধ্যমেও দেড় শ পরিবারের কাছে ত্রাণ পাঠানো হয়।
এসব ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চিড়া, গুড়, মুড়ি, বিস্কুট, সরিষার তৈল, জরুরি ওষুধ, ওরস্যালাইন, স্যানিটারি ন্যাপকিন, মোমবাতি, দিয়াশালাই ও বিশুদ্ধ পানি। সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ডা. সৈয়দ ফাহাদ বলেন, সমাজের অবহেলিত মানুষের কল্যাণে এলায়েন্স অব বোয়ালখালী কাজ করে। বন্যা কবলিত ফেনীতে যে দুর্ভোগের মধ্যে মানুষ পড়েছে আমরা তাদের পাশে দাঁড়াতে চেয়েছি। এমন ভয়াবহ পরিস্থিতিতে ঘরে বসে থাকতে পারিনি। আমাদের শুভাকাঙক্ষী ও সদস্যদের আর্থিক সহয়তা নিয়ে আমরা ছুটে গিয়েছি বন্যা কবলিত ফেনীর দুর্গম এলাকাগুলোতে।
উল্লেখ্য, ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর ‘হিউম্যানিটি ক্যান চেইঞ্জ দ্যা ওয়ার্ল্ড’ এ স্লোগানকে ধারণ করে যাত্রা শুরু করে এলায়েন্স অব বোয়ালখালী। প্রতিষ্ঠা পরবর্তী সময় থেকে বোয়ালখালীতে শিক্ষা, চিকিৎসা, প্রাকৃতিক দুর্যোগসহ নানা মানবিক কর্মকাণ্ডে এ সংগঠনের স্বেচ্ছাসেবীরা কাজ করে আসছে।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :