পাহাড়ে বসবাসরত বাঙালিদের অ-পাহাড়ী বলার প্রতিবাদে খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমার পদত্যাগের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ আগস্ট) দুপুরে খাগড়াছড়ি পৌরসভার সামনে থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি খাগড়াছড়ি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করার পর জেলা প্রশাসক কার্যালয়ের সামনেও বিক্ষোভ প্রদর্শন করে।
সম্প্রতি খাগড়াছড়ি সফরকালে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে সুশীল সমাজের সাথে মতবিনিময়কালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বাঙ্গালীদেরকে অ-পাহাড়ী বলে বক্তব্য দেন। তার এ বক্তব্যের নিন্দা জানিয়ে তাকে অবিলম্বে ক্ষমা চাওয়ার দাবি জানান বৈষম্যবিরোধী ছাত্ররা।
জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, `বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে আমার কার্যালয়ে এসেছিল। তারা পার্বত্য উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার এবং পদত্যাগ দাবি করেছে। আমি তাদের সাথে কথা বলেছি। প্রধান উপদেষ্টা বরাবর দেওয়ার জন্য আমাদের কাছে একটা স্মারক লিপিও দেওয়া হয়েছে।`
সমাবেশে বক্তব্য রাখেন পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল মজিদ, ছাত্র সমন্বায়ক রফিক হোসেন, জাহিদুল ইসলাম, মো. মাসুদ প্রমুখ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :