AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কালিয়াকৈরে মন্দিরে হামলা, প্রতিবাদে মহাসড়ক অবরোধ


কালিয়াকৈরে মন্দিরে হামলা, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

গাজীপুরের কালিয়াকৈরে জমি দখল নিয়ে সংঘর্ষের জের ধরে হিন্দু সম্প্রদায়ের একটি মন্দিরে হামলা চালানো হয়েছে। 

শুক্রবার (৩০ আগস্ট) সকালে উপজেলার সফিপুর পশ্চিম পাড়া শ্মশান কালী মন্দিরে লেবু কন্ট্রাক্টরের নেতৃত্বে ৪৫-৫০ জন দুর্বৃত্ত দলবল নিয়ে  মন্দিরের সীমানা প্রাচীর ভেঙে প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা মন্দিরের ভেতরের বিভিন্ন অংশ ভাঙচুর করে, যার মধ্যে বিশেষভাবে নাগ মন্দিরটির খুঁটি ভেঙে গুঁড়িয়ে দেয়।ঘটনার পরপরই স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। স্থানীয়দের প্রতিরোধের মুখে লেবু কন্ট্রাক্টর এবং তার সহযোগীরা পালিয়ে যায়। তবে পালানোর পূর্বে স্থানীয়রা দুজন দুর্বৃত্তকে আটক করতে সক্ষম হয়।

মন্দিরে হামলার প্রতিবাদে হিন্দু সম্প্রদায়ের লোকজন ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। তারা মন্দির রক্ষার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে যাত্রী ও পথচারীরা চরম দুর্ভোগের শিকার হন। দেড় ঘণ্টা পর, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং থানা পুলিশ এসে আন্দোলনকারীদের সান্ত্বনা দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নিলে পরিস্থিতি শান্ত হয় । পরে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়। 

Shwapno

জানা গেছে, দীর্ঘদিন আগে জনৈক রঙ্গলাল বাবু তার পৈতৃক সম্পত্তি সফিপুর পশ্চিম পাড়া শ্মশান কালী মন্দিরের নামে লিখে দেন, যেখানে পরবর্তীতে দূর্গা মন্দির, নাগ মন্দির, কামরুকামাক্ষা মন্দির, এবং শ্মশান মন্দির প্রতিষ্ঠিত হয়। তবে, লেবু কন্ট্রাক্টর অবৈধ জাল দলিল দেখিয়ে চার শতাংশ জমির মালিকানা দাবি করে আসছিলেন । আদালতের রায় তার বিপক্ষে গেলেও তিনি জমির দখল নিতে হিন্দু সম্প্রদায় কে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!