AB Bank
ঢাকা শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নওগাঁর পত্নীতলায় শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত


নওগাঁর পত্নীতলায় শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত

নওগাঁর পত্নীতলায় "গর্জে উঠলে ছাত্র সমাজ, বদলে যায় ইতিহাস" এই স্লোগানকে সামনে রেখে "শিক্ষার্থী সমাবেশ" অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নজিপুর সদর পাবলিক মাঠে নওগাঁ জেলার পত্নীতলা ও ধামইরহাট উপজেলার সচেতন সাধারণ শিক্ষার্থীরা এসমাবেশের আয়োজন করে। 

স্বৈরাচারমুক্ত পরবর্তী রাষ্ট্র সংস্কারের পথে আগামী ভবিষ্যৎ শিক্ষার্থীদের পড়াশোনায় ফেরানো এবং শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শিক্ষার সুষ্ঠু-সুন্দর পরিবেশ সৃষ্টি করার উদ্দেশ্যে পত্নীতলা-ধামইরহাটের সকল স্কুল কলেজের শিক্ষার্থী, অভিভাবক বৃন্দ, শিক্ষক মন্ডলি, সুশীল সমাজ ও সাধারণ জনতা উক্ত সমাবেশে অংশগ্রহন করেন। 

এসময় বৈষম্য বিরোধী ছাত্র সমাজ পত্নীতলার মামুনুর রেজা স্বাধীন, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের মুক্তারুল ইসলাম হৃদয় ও সুমাইয়া জান্নাত রিমুর সঞ্চালনায় সমাবেশে শপথ বাক্য পাঠ করান রোভার স্কাউটস এর মাসুমুল হক সিয়াম। 

সমাবেশে বক্তব্য রাখেন বাকরইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদ আলী, খীরসীন এস কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদ আলম, বামইল মাদ্রাসার শিক্ষক দেলোয়ার হোসেন, নজিপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মোজাহার আলী, বৈষম্য বিরোধী ছাত্র সমাজের কাজী নাজমুল, রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের রানা, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদলয়ের মিজানুর রহমান মিজান, মারুফ মোস্তফা, পাটিচরার হেরাফসহ অন্যান্য সদস্যবর্গ, শিক্ষক, শিক্ষার্থী, সূধীজন প্রমুখ।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!