শেরপুরের নালিতাবাড়ীতে জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠন কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থকমপ্লেক্সে চত্বরে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মাসুদ রানা।
উপজেলা প্রশাসনের সহযোগীতায় ফলজ, বনজ ও ঔষধীসহ প্রায় তিনশত গাছের চারা রোপন করে সংগঠনটি। উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স, হিরন্ময়ী উচ্চবিদ্যাল, আব্দুল হাকিম স্মৃতি মডেল উচ্চবিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসব গাছের চারা রোপন করা হয়।
নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক আহমেদ, ডাক্তার তানভীর হিমেল হামিদী, জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও কো-চেয়ারম্যান জোবায়ের আহমেদ জয়, ভাইস চেয়ারম্যান তৌকির আহমেদ তানজিল, সহ সভাপতি উত্তম কুমার সিংহ, গোলাম রাব্বানী, সাধারণ সম্পাদক তাজবীর হাসান সিফাত, সাংগঠনিক সম্পাদক সায়মা খাতুন, সহ সাংগঠনিক সম্পাদক জাকিয়া পারভীন বিথী, প্রচার সম্পাদক নাইমুর হাসান রিফাতসহ জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :