মাদারীপুরের রাজৈরে মুখোমুখি সংঘর্ষে যাত্রীবাহী দুটি বাস চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। এতে কেউ নিহত না হলেও দুই বাসের চালকসহ ১৫ জন আহত হয়েছেন।
রোববার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রাজৈর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের বড়ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় মহাসড়কে প্রায় একঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের দুপাড়ে আটকা পড়ে ছোটবড় সহস্রাধিক যানবাহন। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীরা।
স্থানীয়রা জানান, মাদারীপুর থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সোনালী পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বলাকা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসের সামনের অংশ চূর্ণবিচূর্ণ হয়ে যায়। এতে দুই বাসের চালকসহ আহত হন অন্তত ১৫ জন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। দুর্ঘটনার কারণে ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় একঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা-বরিশাল মহাসড়কে আটকা পড়া যানবাহন সরাতে হাইওয়ে পুলিশের সঙ্গে কাজ করে থানা পুলিশও।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :