AB Bank
ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জুড়ীতে সন্ত্রাসী হামলায় কলেজ শিক্ষক আহত


Ekushey Sangbad
জহিরুল ইসলাম সরকার, জুড়ী, মৌলভীবাজার
০৯:১৮ পিএম, ১ সেপ্টেম্বর, ২০২৪
জুড়ীতে সন্ত্রাসী হামলায় কলেজ শিক্ষক আহত

নিজ কলেজের ভেতরে সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন মৌলভীবাজারের জুড়ী উপজেলার শাহ নিমাত্রা সাগরনাল ফুলতলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রিয়াজ উদ্দিন। রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা হয়।

আহত শিক্ষক রিয়াজ উদ্দিন জানান, সম্প্রতি একজন ছাত্রীর সাথে অনৈতিক সম্পর্কের জের ধরে কলেজের খণ্ডকালীন শিক্ষক মহি উদ্দিনকে অব্যাহতি ও ওই ছাত্রীকে শাস্তি দেয়া হয়। রোববার কলেজে শিক্ষকদের স্টাফ মিটিং ছিল। মিটিং চলাকালে হঠাৎ করে কলেজের কয়েকজন প্রাক্তন শিক্ষার্থী ও বহিরাগত কয়েকজন এসে অব্যাহতি দেয়া ওই শিক্ষক ও ছাত্রীকে এনে সবার সামনে ক্ষমা চাওয়ার দাবী জানান। 

এসময় শিক্ষকরা তাদেরকে জানান বিষয়টি মীমাংসিত, তারপরও কোনো দাবী থাকলে তা প্রশাসন ও সকলের অংশগ্রহণে সমাধান করা হবে। 

রিয়াজ উদ্দিন জানান, তারা এ বিষয়টি না মেনে উত্তেজিত হয়ে জয় বাংলা শ্লোগান দিয়ে কলেজে টানানো জাতীয় পতাকা ছিড়ে ফেলে এবং অফিস ভাংচুর করে কলেজের গেইটে অবস্থান নিয়ে গেইট আটকে দেয়। আমিসহ কয়েকজন শিক্ষক বাইরে বের হতে চাইলে এসব সন্ত্রাসীরা আমাদের উপর চড়াও হয়। তাদের মারপিটের একপর্যায়ে আমি আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ি।

কলেজের অধ্যক্ষ জহির উদ্দিন বলেন, আহত শিক্ষক রিয়াজ উদ্দিনকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদি হাসান জানান, আহত শিক্ষক রিয়াজ উদ্দিন রোববার সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!