ফরিদপুর জেলা আঞ্চলিক মানবাধিকার সংস্থার সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট প্রণব চক্রবর্তীর সহধর্মিণী স্বর্গীয় শিপ্রা ভৌমিকের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বাৎসরিক শ্রাদ্ধক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
শিপ্রা ভৌমিক ২০২৩ সালের এই দিনে পারের সাধনোচিত স্বর্গ ধামে গমন করেছিলেন। মৃত্যুকালে তিনি তার স্বামী প্রণব চক্রবর্তী, এক মাত্র পুত্র কল্যাণ চক্রবর্তী (ঋত্বিক) ও একমাত্র কন্যা পুষ্পিতা চক্রবর্তী (হৃদি) সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গিয়েছেন।
স্বর্গীয় শিপ্রা ভৌমিকের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ হতে দুই দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তার আত্মার সদগতির কামনার্থে আজ (১ সেপ্টেম্বর) রবিবার সকাল সাড়ে ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত তার একমাত্র পুত্র উপবাস থেকে সনাতন ধর্মের সকল রীতিনীতি পালন করে এবং ধর্মীয় রীতি অনুসারে প্রথম বাৎসরিক শ্রাদ্ধক্রিয়া সু-সম্পন করেছে। এসময় স্বর্গীয় শিপ্রা ভৌমিকের একমাত্র পুত্র কল্যাণ চক্রবর্তী তার মাতার জন্য সৃষ্টিকর্তার নিকট মাতার আত্মার শান্তি ও মুক্তির প্রার্থনা কামনা করে।
বাৎসরিক শ্রাদ্ধকর্মে পুরোহিতের দায়িত্ব পালন করে জেলার মধুখালী উপজেলার বিষ্ণু পদ চক্রবর্তী। এ উপলক্ষে আগামীকাল (২ সেপ্টেম্বর) সোমবার দুপুর ২ টা থেকে গৌর গোপাল আঙ্গিনা প্রাঙ্গনে বাৎসরিক শ্রাদ্ধনুষ্ঠানে অতিথিদের আপ্যায়নসহ বহুবিধ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :