কোটচাঁদপুরে বিয়ে বাড়িতে অভিযান চালিয়েছেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশন (ভূমি) জান্নাতুল মাওয়া। খবর পেয়ে ওই বাড়ি থেকে পালিয়েছেন বরসহ বরযাত্রীরা। সোমবার দুপুরে উপজেলা ফুলবাড়ি গ্রামে এ অভিযান চালান ওই কর্মকর্তা।
জানা যায়, কোটচাঁদপুর উপজেলার ফুলবাড়ি গ্রাম। ওই গ্রামের ছবির হোসেনের মেয়ে সাদিয়া খাতুনের সোমবার বাল্য বিয়ের আয়োজন চলছিল একই গ্রামের শের আলীর ছেলে শফিকুল ইসলাম ( শাওন) সঙ্গে।
গোপন সংবাদে ঘটনাস্থলে যান, কোটচাঁদপুর উপজেলা সহকারী (কমিশন ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট জান্নাতুল মাওয়া।
এ সময় বাল্য বিয়ের দেয়ার অভিযোগ ওই মেয়ের পিতাকে ১০ হাজার টাকা জরিমানা করেন তিনি। এ ছাড়া প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত আর কোন বিয়ের আয়োজনও করবেন না বলে মুসলেখা দেন ছবির হোসেন।
এ দিকে বিয়ে বাড়িতে এক্সিকিউটিভ ম্যাজিস্টেট আসার খবর পেয়ে বিয়ে বাড়ি থেকে বরসহ বরযাত্রী পালিয়ে যান জানিয়েছেন সংশ্লিষ্টরা। ওই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম ও কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) শামীম হোসেন সহ সঙ্গীয় পুলিশ সদস্যরা।
বিষয়টি নিয়ে কোটচাঁদপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম বলেন, গোপন সংবাদে জানতে পারি কোটচাঁদপুরের ফুলবাড়ি গ্রামে বাল্য বিয়ে হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা মেলে। এ পেক্ষিতে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট জান্নাতুল মাওয়া ওই মেয়ে পিতাকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
তিনি বলেন, ২-০৯-২৪ তারিখে ওই মেয়ের বয়স হয়েছিল ১৬ বছর ০৯ মাস ০৭ দিন। সে ফুলবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :