AB Bank
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তানোরে মাদ্রাসার টাকা আত্মসাতের অভিযোগ


Ekushey Sangbad
সারোয়ার হোসেন, তানোর, রাজশাহী
০৬:৫৬ পিএম, ২ সেপ্টেম্বর, ২০২৪
তানোরে মাদ্রাসার টাকা আত্মসাতের অভিযোগ

রাজশাহীর তানোরের কামারগাঁ ইউনিয়ন (ইউপি) আওয়ামী লীগের সম্পাদক এবং উপ-নির্বাচনে বিনা প্রতিদন্দীতায় বিজয়ী চেয়ারম্যান সুফি কামাল মিন্টুর বিরুদ্ধে কমারগাঁ জামে মসজিদ ও হাফেজিয়া মাদ্রাসার পুকুর ইজারার অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। 

এ ঘটনায় (২ সেপ্টেম্বর) সোমবার মাদ্রাসার সভাপতি মুঞ্জুর রহমান বাদি হয়ে সুফি কামাল মিন্টুকে বিবাদী করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন। এদিকে মিন্টুর শাস্তির দাবিতে ইউপিবাসী বিক্ষুব্ধ হয়ে উঠেছে।

অন্যদিকে লিখিত অভিযোগে বলা হয়েছে, কামারগাঁ জামে মসজিদ ও হাফেজিয়া মাদ্রাসার একটি পুকুর রয়েছে যাহার আয়তন প্রায় দুই একর।

এদিকে জামে মসজিদ ও হাফেজিয়া মাদ্রাসার উন্নতিকল্পে  পুকুরটি ৫ বছরের জন্য ১২লাখ টাকায় ইজারা দেয়া হয়।কিন্তু মসজিদ ও মাদ্রাসার সভাপতি (তৎকালীন) সুফি কামাল মিন্টু মসজিদ-মাদ্রাসার কোনো উন্নয়ন না করেই পুরো টাকা আত্মসাৎ করেছেন। এদিকে মসজিদ- মাদ্রাসার নতুন কমিটির সভাপতি মুঞ্জুর হোসেন হিসেব চাইলে সাবেক সভাপতি সুফি কামাল মিন্টু কোনো হিসেব দিতে পারেনি।

 এঘটনায়  গ্রামবাসি মিন্টুর শাস্তির দাবিতে বিক্ষুব্ধ হয়ে উঠেছে। এবিষয়ে জানতে চাইলে সাবেক সভাপতি সুফি কামাল মিন্টু বলেন, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। এবিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, অভিযোগ পাওয়া গেছে,তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!