AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরিদপুরে ‘রূপান্তর’ কার্যালয়ের শুভ উদ্বোধন!


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, ফরিদপুর
০৩:৫১ পিএম, ৪ সেপ্টেম্বর, ২০২৪
ফরিদপুরে ‘রূপান্তর’ কার্যালয়ের শুভ উদ্বোধন!

ফরিদপুরের ঝিলটুলিতে গত ১লা সেপ্টেম্বর সৃজনশীল সাহিত্য সাময়িকী ‘রূপান্তর’ কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।


‘রূপান্তর’ সম্পাদক এস এম নুর ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকারি ইয়াসিন কলেজের সহকারী অধ্যাপক এবিএম শাহজাহান মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিজিটাল লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আক্তার হোসেন। 


‘রূপান্তর’র নির্বাহী সম্পাদক এবিএম শাহজাহান মিয়া প্রধান অতিথির বক্তব্যে বলেন, “সৃজনশীল সাহিত্য সাময়িকী ‘রূপান্তর’ পাঠককে সমৃদ্ধ করবে এবং লেখক তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করবে। আমরা বিশ্বাস করি, ‘রূপান্তর’ দেশের সাহিত্যাঙ্গনে স্থায়ী ছাপ রেখে যেতে পারবে। ম্যাগাজিনটির হাত ধরেই আমাদের প্রিয় মাতৃভূমি সোনার মানুষ, সোনার দেশ, সুখী-সমৃদ্ধ বাংলাদেশে রূপান্তরিত হবে।”
এ সময় ‘রূপান্তর’র সকল সহ-সম্পাদক, কলাকৌশলী, শুভাকাঙ্ক্ষী ও নানান বয়সী পাঠক-পাঠিকা উপস্থিত ছিলেন। শীঘ্রই ম্যাগাজিনটির নতুন সংখ্যা প্রকাশ পেতে যাচ্ছে বলেও জানান সম্পাদক এস এম নুর ইসলাম।

 

একুশে সংবাদ/এ 

 

Link copied!