AB Bank
ঢাকা সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরিদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য লাবু চৌধুরীসহ ১১৪ জনের নামে হত্যা মামলা


ফরিদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য লাবু চৌধুরীসহ ১১৪ জনের নামে হত্যা মামলা

ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরীসহ ১১৪ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও আসামি করা হয়েছে।

মামলায় লাবু চৌধুরীকে ৮ নম্বর আসামি করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ২০০-৩০০ জনকে আসামি করা হয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকার বাড্ডা থানা সূত্রে এ মামলার বিষয়টি জানা গেছে।  

এর আগে ঢাকা মহানগরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট নম্বর ১০-এর বিচারক মো. মোশাররফ হোসেনের নির্দেশে গত ১ সেপ্টেম্বর বাড্ডা থানায় মামলাটি দায়ের করা হয়।

যার মামলা নম্বর: P- ০৩/২৪ (বাড্ডা)।

মামলার বাদী ফরিদপুর জেলার সালথা উপজেলার খলিশাডুবী এলাকার মৃত ইনসুর মাতুব্বরের ছেলে হাসিবুল হাসান লাবলু।

গত ৫ আগস্ট ঢাকার মধ্য বাড্ডার ব্রাক বিশ্ববিদ্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় মো. সিরাজুল বেপারী নামে এক তরুণ গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় এ হত্যা মামলাটি দায়ের করা হয়। নিহত হওয়া সিরাজুল বেপারীর গ্রামের বাড়ি ফরিদপুর সদরের তাইজুদ্দীন মুন্সির ডাঙ্গী গ্রামে। তিনি ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে। মামলার বাদী হাসিবুল হাসান লাবলু নিহতের খালাতো ভাই বলে জানা গেছে। 

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!