ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের এক মাস পূর্তি উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৫ আগস্ট) বেলা তিনটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মৌলভীবাজার জেলা উদ্যোগে জেলা শহরের কেন্দ্রীয় শহিদ মিনার থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
সরজমিনে দেখা যায়, শহীদি মার্চ কর্মসূচিতে অংশ নিতে দলে দলে শতশত ছাত্র-জনতা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শহীদী মার্চ শুরু করে শহরের চৌমুহনা,সেন্ট্রাল রোড, সিকান্দার আলী রোড প্রদক্ষিণ তরে মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে এসে শেষ করেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজারের সকল প্রতিনিধিসহ বিভিন্ন স্কুল,কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থীরা অংশ নেন। তাঁদের বেশিরভাগের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা দেখা গেছে।
এসময় শিক্ষার্থীরা দেশাত্ববোধক গান পরিবেশনসহ ছাত্রজনতার গণঅভুত্থানে ছাত্র-জনতার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :