বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনায় ও শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন মাদারীপুর জেলা শাখার উদ্যোগে এক বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৭সেপ্টেম্বর (শনিবার) বিকেল ৩ঘটিকায় মাদারীপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের হলরুমে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।এসময় জেলার বিভিন্ন উপজেলা হতে কয়েক হাজার শ্রমিক উপস্থিত হয়ে সমাবেশকে সাফল্য মন্ডিত করে।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি খন্দকার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সম্পাদক কাজী আবুল বাশার। এছাড়াও আরও বক্তব্য রাখেন জেলা আমীর মাওলানা আবদুস সোবহান খান, মাষ্টার জাহাংগীর আলম,মাষ্টার মোখলেসুর রহমান, এনায়েত হোসেন,এডভোকেট মিজানুর রহমান, এডভোকেট রফিকুল ইসলাম,এডভোকেট শাহরিয়ার, সোহেলসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :