গাজীপুরের কাশিমপুরে টিসিবির উদ্যোগে অসহায় ও দরিদ্র জনগণের মাঝে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে কাশিমপুরের ১ নং ওয়ার্ডের মাধবপুর পুকুরপাড় এলাকায় এ কার্যক্রম সম্পন্ন হয়।
এসময় টিসিবি কর্তৃক বিতরণকৃত পণ্যের মধ্যে ছিল ৫ কেজি চাল,২ লিটার সয়াবিন তেল, এবং ২ কেজি মসুর ডাল।এছাড়াও প্রতিজন সুবিধাভোগী ৪৮০ টাকার বিনিময়ে এসব পণ্য সংগ্রহ করেন।পণ্য সংগ্রহ করতে আসা মানুষরা জানিয়েছেন,তারা নিয়মিতভাবে এসব পণ্য বিনা ঝামেলায় পাচ্ছেন, যা তাদের দৈনন্দিন জীবনযাত্রায় স্বস্তি এনে দিয়েছে।
একজন সুবিধাভোগী বলেন,"আমরা এখানে এসে খুব সহজেই পণ্যগুলো সংগ্রহ করতে পারছি, কোনো ধরনের জটিলতা ছাড়াই। এতে আমাদের দৈনন্দিন চাহিদা মেটাতে সহায়তা হচ্ছে।" অন্য এক সংগ্রহকারী জানান, "টিসিবির এই উদ্যোগ আমাদের জন্য খুবই সহায়ক, বিশেষ করে বর্তমান বাজার পরিস্থিতিতে।"
টিসিবি পণ্যের এ ধরনের বিতরণ কার্যক্রম সমাজের দরিদ্র শ্রেণির মানুষের জীবনমান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে। কাশিমপুর এলাকায় এ ধরনের কার্যক্রম স্থানীয় মানুষদের অনেকটাই স্বস্তি দিয়েছে বলে জানা গেছে।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :