নওগাঁর পত্নীতলায় উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থ বছরে, খরিপ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় মাসকলাই ও গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
সোমবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রণোদনার সার ও বীজ কৃষকদের মাঝে বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মনিরুজ্জামান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ফিরোজ আল মামুন, পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোহাইমিনুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পারভেজ মোশারফ, উপজেলা উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মশিউর রহমান সহ সাংবাদিকবৃন্দ, সুধীজন প্রমূখ।
এসময় উপজেলার ২শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রত্যেককে ৫ কেজি মাসকলাই বীজ, ১ কেজি পেঁয়াজ বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিনামূল্যে প্রদান করা হয়।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :