চট্টগ্রামের চন্দনাইশ থানায় সাবেক এান ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী, গতবারের পরাজিত এমপি প্রার্থী ও তিন তিনবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যন আবদুল জব্বার চৌধুরী, পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা,জসিম উদ্দিন চৌধুরী মন্টু,দক্ষিন জেলা আওয়ামীলীগ নেতা কৈয়ম চৌধুরী, উপজেলা আ,লীগর সাধারণ সম্পাদক আবু আহামদ জুনু, জোয়ারা ইউনিয়নের চেয়ারম্যান আমির চৌধুরী রোকনসহ ৮৭ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা ২৫ জনকে আসামী করে ব্যালট ডাকাতি,গোলাগুলি, বিস্ফোরক আইনে উল্লেখিত আসামীদের বিরুদ্ধে গত সোমবার রাত মামলা দায়ের করেন মধ্যম চন্দনাইশ এলাকার আবদুল জব্বারের ছেলে পৌরসভা গণতান্ত্রিক শ্রমিক দলের সহ সভাপতি মো আলমগীর( এলডিপি)।
থানায় দায়েরকৃত মামলার অভিযোগে জানা যায বিগত ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে চন্দনাইশ আইডিয়েল স্কুল কেন্দ্রে আসামীরা দলবল নিয়ে ককটেল ফাটিয়ে বিস্ফোরণ ঘটিয়ে ব্যালট ডাকাতি করার সময় এলোপাতারী গুলিছোড়ে এতে বাদিসহ বেশ কয়েকজন স্থানীয়রা গুরুতর আহত হয়।
চন্দনাইশ থানার ওসি ( তদন্ত) যুযুৎগ যশ চাকমা মামলা দায়ের করার সত্যতা নিশ্চিত করেন।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :