সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার গলহা গ্রামের শিক্ষক দম্পতির অজয় পত্নী, হরিপুর নয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাকী তালুকদার জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ এর উপজেলা পর্যায়ে তৃতীয়বারে মতো শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হলেন।
মধ্যনগর উপজেলায় তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও কবিপত্নী সাকী তালুকদার। ১০ সেপ্টেম্বর ২০২৪ মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ বাছাই কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রাথমিক শিক্ষায় পেশাদারিত্বে অবদান রেখেছেন, যেমন যোগ্যতা দক্ষতা বিভিন্ন কার্যক্রম পরিচালনা অভিজ্ঞতা ও সৃজনশীল কর্মকান্ড নির্দিষ্ট ছক মোতাবেক দালিলিক প্রমাণাদি উপস্থাপন সহ মৌখিক পরীক্ষায় উর্ত্তীণ হয়েছে সাকী তালুকদার। সেই ক্ষেত্রে কতৃপক্ষ তাকে উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত করেন।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: গিয়াস উদ্দিনের সভাপতিত্বে সদস্য সচিব উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাস সহ বাছাই কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,সাকী তালুকদার ২০১৫ সালে প্রথম বার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছিলেন। এ সময় তিনি মধ্যনগরে হরিপুর- নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন। এছাড়াও গত ২০২৩ সালে সমন্বিত মধ্যনগর ও ধর্মপাশা উপজেলায় দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হন। এ বছর তার স্বামী সাহিত্য-সংস্কৃতিনুরাগী কবি ও শিক্ষক অজয় রায় উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন।
মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড গলহা গ্রামে অজয় রায় জন্ম গ্রহন করেন। কবি ও শিক্ষক অজয় রায় এর পত্নী সাকী তালুকদার প্রাথমিক শিক্ষায় যথেষ্ট অবদান রেখে চলেছেন। শিক্ষক দম্পতি শিক্ষকতার পাশাপাশি সাহিত্য-সংস্কৃতি অঙ্গনেও এলাকায় অনেকটা সুপরিচিত। তার দুইপুত্র অরুণাভ ও অনুরাগ, পড়ালেখার পাশাপাশি সংগীত আবৃত্তি চিত্রাঙ্কন ও রচনায় উপজেলা জেলা বিভাগে অংশগ্রহণ করে নানা পুরস্কার সম্মাননাপত্র ক্রেস্ট বই ও কৃতিত্ব সনদ লাভ করেছে।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :