বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নে নিবন্ধিত শিশুদের মাঝে মালটা গাছের চারা বিতরণ করা হয়। শিকারপুর ইউনিয়ন পরিষদের সামনে ৩৪৬০ জন নিবন্ধিত শিশু পরিবারসহ মসজিদ, মন্দির সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়সহ আরো ৭শত মালটা গাছে চারা বিতরণ করা হয়।
সেন্ট্রার ফর রুরাল সার্ভিস (সিআরএসএস)এর আয়োজনে ও উজিরপুর এরিয়া প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন এর সহযোগিতায় নিবন্ধিত প্রত্যেক শিশুকে ১ টি করে মাল্টা গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় প্রতিষ্ঠানটি এক যোগে হরতা, সাতলা,জল্লা, শিকারপুর ও উজিরপুর পৌরসভায় প্রত্যেক শিশুকে সাতটি করে মোট ২৪,২২০ টি খাতা উপহার দেওয়া হয় । ১১ সেপ্টেম্বর দুপুর শিকারপুর ইউনিয়নের কেন্দ্রে সিআর এসএস কমিউনিটি ডেভোপ্লমেন্ট অফিসার সিনথিয়া তন্বী এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম, সিআর এসএস সহায়তাকারি চৈতি,পল্লব, প্রিয়াঙ্কা, লোরা,দিপালী ।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :