বান্দরবানের দুই উপজেলায় মেসার্স রিফ এন্টারপ্রাইজ নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিম্নমানের কাজ করার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় ভুক্তভোগীরা।
বুধবার সকালে লামা ও আলীকদম উপজেলা পরিষদের সামনে আলীকদম সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এই মানববন্ধন করেন স্থানীয়রা। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্বারকলিপি দেন স্থানীয় ভুক্তভোগীরা।
লামা স্থানীয় ভুক্তভোগীরা বলেন,সরই ইউনিয়নের ডলুছড়ি বাজার, কোয়ান্টাম লিংক রোড নির্মাণে ব্যাপক অনিয়ম ও দূর্নীতি করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান রিফ এন্টারপ্রাইজের নামে ঠিকাদার মশিউর রহমান মিঠুন।
তারা আরও বলেন,সড়ক নির্মাণের জন্য ২ কোটি ২৬ লক্ষ ৯৩ হাজার ৭১১ টাকা বরাদ্দের সড়কটির এলটম্যান্ট অনুসারে ডিজাইন মোতাবেক মাটি কাটা হয়নি। রিটেইনিং ওয়ালগুলোতে বেইজ ঢালাইতে ইটের নিম্নমানের খোয়া ব্যবহার করা হয়েছে। ২২ ইঞ্চি বক্সের জায়গায় ১৬-১৭ ইঞ্চি বক্স করেছে এবং বালিমাটি দিয়ে যেনতেন কাজ করে গেছে ঠিকাদার।
এদিকে আলীকদমের স্থানীয় ভুক্তভোগীরা বলেন, যোগাযোগ রাস্তায় এত অনিয়ম কখনও কাম্য নয়। আলীকদম - নাইক্ষ্যংছড়ি দৌছড়ি সড়ক নির্মাণের জন্য ৬কোটি ৬৮ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হলেও ঠিকাদার যেনতেন ভাবে কাজ করে গেছে।
তারা আরও বলেন, সড়কে বালি ফিলিংয়ের জয়গায় পাহাড়ের বালি ব্যবহার করা হয়েছে। নিম্নমানের খোয়া, বিটুমিন, রড়, সিমেন্ট ব্যবহার করেছে ঠিকাদার।
সড়ক সুরক্ষা ওয়ালে পাথরের খোয়ার জায়গায়, ইটের খোয়া দিয়ে ঢালাই দিয়েছে ঠিকাদার। ফলে বছর পার না হতেই সড়কের কার্পেটিং উঠে গেছে। সড়কে ফাটল দেখা দিয়েছে।
এবিষয়ে ঠিকাদার মশিউর রহমান মিঠুনের বেশ কয়েক বার যোগাযোগ করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
লামা উপজেলা এলজিআরডি কর্মকর্তা মোহাম্মদ আবু হানিফ বলেন,সড়ক নির্মাণে অনিয়ম হওয়ার সুযোগ নেই। ডিজাইন অনুযায়ী সবকিছু করা হয়েছে। অভিযোগের বিষয়টি জানি না তবে মানববন্ধনের বিষয়টি শুনেছি।
লামা-আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী বলেন, কাজে অনিয়ম হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :