AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লক্ষ্মীপুর কালেক্টর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের অপসারণ দাবীতে মানববন্ধন


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
০১:৫২ পিএম, ১২ সেপ্টেম্বর, ২০২৪
লক্ষ্মীপুর কালেক্টর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের অপসারণ দাবীতে মানববন্ধন

লক্ষ্মীপুর গোডাউন সড়কের কালেক্টর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নির্মূল ইন্দু সরকারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দূর্নীতির অভিযোগ এনে অপসারণ দাবী করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা। ১২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুরে কলেজ ক্যাম্পাসে মিছিল ও পরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

ঘন্টাব্যাপি এই কর্মসূচিতে বক্তারা নির্মূল ইন্দু সরকারের বিরুদ্ধে প্রতিষ্ঠানের অর্থ আত্নসাৎ, ভূয়া ভাউচারের মাধ্যমে বিল তৈরি, শিক্ষকদের সাথে খারাপ আচরণ করাসহ নানান অভিযোগ করেন। এ ছাড়া সম্প্রতি প্রতিষ্ঠানের ৪৫ শিক্ষক কর্মচারীদের মধ্যে ৪১ জন গণস্বাক্ষরিত লিখিত অভিযোগ জেলা প্রশাসক বরাবর দায়ের করা হলেও প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি বলে তাদের অভিযোগ।

এ ঘটনায় মানববন্ধন কর্মসূচি থেকে আগামী ২৪ ঘন্টার মধ্যে ওই অধ্যক্ষকে অপসারণ করা না হলে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন ও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারী দেন বক্তারা। এসময় বক্তব্য রাখেন, প্রভাষক আমির হোসেন,আবদুস সাত্তার শামীম, সহকারী শিক্ষক সনজিত কুমার চৌধুরী,মল্লিকা সাহা,শিক্ষার্থী আতিয়া আনজুমা নিহা,আজিজুল হাকিম জয়, রাশেদ হোসেন প্রমুখ।

অভিযোগের ব্যাপারে মোবাইলে যোগাযোগ করা হলে কালেক্টর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নির্মূল ইন্দু সরকার জানান, আমি যোগদান করেছি ফেব্রুয়ারী মাসে মাত্র ৪ মাস দায়িত্ব পালন করেছি। এখন আমার বিরুদ্ধে যে সকল অনিয়মের অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা ও বানোয়াট।

শিক্ষকরা আমার বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে অভিযোগ দিয়েছে প্রশাসন তা তদন্ত করছে যদি আমি অপরাধী হই তা হলে আমার বিরুদ্ধে যা ব্যবস্থা নেয় আমি মাথা পেতে নিবো। তবে তদন্ত চলাকালে শিক্ষার্থী ও শিক্ষকদের দিয়ে এই ধরনের কর্মসূচি করা মানে প্রশাসন কে অবজ্ঞা করা।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!