লালমনিরহাটে রেলভূমিতে নির্মিত জমির ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে লালমনিরহাট রেল ভূ-সম্পত্তি বিভাগ। বৃহস্পতিবার(১২ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট শহরের বসুন্ধরা এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি অফিসার পূর্ণেন্দু দেব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি।
রেলওয়ে কতৃপক্ষ জানায়, বেশ কয়েক বছর আগে দলীয় ক্ষমতার জোরে আওয়ামীলীগ নেতা দাবি করে প্রভাবশালী ব্যবসায়ী শরিফুল ইসলাম শরীফ রেলওয়ের জমি দখল করে সিনিথিয়া ট্রেডিং নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছিল। বিষয়টি নিয়ে মামলা হওয়ার পর উচ্চ আদালতেও অবৈধ দখলদার হিসাবে চিহ্নিত হন ওই ব্যবসায়ী। পরবর্তি রেলওয়ে কতৃপক্ষ তাকে তিন দফা নোটিশ প্রদান করে এবং দফায় দফায় উচ্ছেদের চেষ্টা চালালেও স্থানীয় সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমানের প্রভাবে ব্যর্থ হয় উচ্ছেদ অভিযান। সর্বশেষ সরকার পরিবর্তনের পর এ অভিযান পরিচালনা করে সফল হয়েছে রেলওয়ে।
বৃহস্পতিবার রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি অফিসার পূর্ণেন্দু দেব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির নেতৃত্বে অভিযান পরিচালনা করে বুল্ডুজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়েছে শরিফুল ইসলাম শরিফের অবৈধ স্থাপনার ব্যবসা প্রতিষ্ঠান। ইতিপুর্বে কয়েক দফায় অভিযান চালিয়ে রাজনৈতিক বাঁধায় বিফল হলেও বৃহস্পতিবার সফল হয়েছে রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগ।
লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি অফিসার পূর্ণেন্দু দেব বলেন, দীর্ঘ দিন ধরে অবৈধ ভাবে রেলওয়ে জায়গা দখল করে স্থাপনা গড়ে তুলেন শরিফুল ইসলাম শরিফ। যা উচ্চেদ করতে আদালতের আশ্রয় নেয়ার পরও রাজনৈতিক বাঁধা উচ্ছেদ করা সম্ভব হয়নি। তবে এবার উচ্ছেদ অভিযান সফল হয়েছে।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :