ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের দিন আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় সম্পৃক্ত পুলিশের ইন্সপেক্টর আরাফাত হোসেনকে আশুলিয়া থানায় হস্তান্তর করেছে র্যাব।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে তাকে আশুলিয়া থানায় সোপর্দ করা হয়। এর আগে ভোরে ওই পুলিশ কর্মকর্তাকে রাজধানীর আফতাবনগর থেকে গ্রেপ্তার করে র্যাব।
র্যাব জানায়, ওই ঘটনায় মামলা হওয়ার পর থেকে ছায়া তদন্ত শুরু করে র্যাব। পরে গোয়েন্দা নজরদারির মাধ্যমে তাকে আফতাবনগর থেকে আটক করা হয়। পরে তাকে আনা হয় র্যাব- ৪ এর কার্যালয়ে। পরে সেখান থেকে দুপুরে আশুলিয়া থানায় সোপর্দ করেন।
সাভার র্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর জালিস মাহমুদ খান জানান, আটকের পর পুলিশ পরিদর্শক আরাফাতকে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গত ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে লাশ পোড়ানোর ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ব্যাপক সমালোচনা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে উঠে আসে যে, এ লাশ পোড়ানোর ঘটনায় সম্পৃক্ত ছিলেন ইন্সপেক্টর আরাফাত হোসেন। এরপর আত্মগোপনে চলে যান তিনি।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :