গত তিন দিন ধরে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে টানা বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে খুলনা শহরের বিভিন্ন সড়ক হাঁটু পানিতে ডুবে আছে। এতে রোববার (১৫ সেপ্টেম্বর) অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা পড়েছে চরম ভোগান্তিতে।
বিভিন্ন সড়কে যানবাহন আটকে পড়ায় শহরের জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না। নিম্ন আয়ের শ্রমজীবীরা পড়েছে সবচেয়ে বেশি কষ্টে।
শহরের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা প্রশিক্ষণ কেন্দ্র এবং সরকারি ল্যাবরেটরি হাইস্কুলের খেলার মাঠ পানিতে থৈ থৈ করছে। মুজমুন্নী, বাস্তুহারা ও ৩১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকাও পানিতে ডুবে গেছে, যেখানে অনেকে রাস্তায় মাছ ধরছেন।
খুলনা আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ জানান, নিম্নচাপের কারণে এই বৃষ্টিপাত হচ্ছে এবং বিকেলের পর পরিস্থিতির উন্নতি হতে পারে। যদিও খুলনা সিটি করপোরেশন (কেসিসি) জলাবদ্ধতা নিরসনের জন্য ড্রেন সংস্কারে কোটি কোটি টাকা ব্যয় করেছে, তবুও পরিস্থিতির তেমন উন্নতি দেখা যাচ্ছে না।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :