AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কাভার্ডভ্যানের চাপায় কালীগঞ্জে পাঁচ জনের মৃত্যু


Ekushey Sangbad
ওমর ফারুক, কালীগঞ্জ, গাজীপুর
০৪:২৪ পিএম, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
কাভার্ডভ্যানের চাপায় কালীগঞ্জে পাঁচ জনের মৃত্যু

কালীগঞ্জে কাভার্ডভ্যান চাপায় সিএনজি চালিত অটোরিকশার পাঁচ যাত্রীর মৃত্যু হয়েছে।শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে টঙ্গী-ঘোড়াশাল ভায়া কালীগঞ্জ সড়কের পৌর এলাকার মূলগাঁও মাদ্রাসা সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় ৫ বছরের এক শিশুসহ পাঁচ জনের মৃত্যু হয়েছে।

দূর্ঘটনায় মৃত ব্যক্তিরা হলো, নরসিংদীর জেলার শিবপুর উপজেলার আখরাশাল এলাকার আব্দুর রহমানের স্ত্রী রাবেয়া বেগম (৭০) ও ছেলে মোহাম্মদ আলী (৫৫), মোহাম্মদ আলীর ছেলে আমান উল্লাহ (৫), গাজীপুরের নোয়াগাঁও অষ্টগণ কলোনির সুবাস কর্মকারের ছেলে অমল কুমার কর্মকার (৩৯) এবং সাতক্ষীরা জেলা সদরের হাজিপুর এলাকার মগরব আলীর পূত্র নাজমুল (৩৫)।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, উপজেলার মূলগাঁও মাদ্রাসা সংলগ্ন এলাকায় রাতে প্রাণ-আরএফএল কোম্পানীর কাভার্ডভ্যান চাপায় ঘটনাস্থলেই সিএনজি চালিত অটোরিকশার চার যাত্রীর মৃত্যু হয়। আহত অবস্থায় এক শিশু ও অটোরিকশার চালককে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কালীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে রাত ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে এক নারীসহ চারজনের লাশ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেয়ার পর এক শিশুর মৃত্যু হয়। 

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক রেজিনা আফরিন বলেন, হাসপাতালে আনার আগেই ওই শিশুর মৃত হয়। প্রাথমিক চিকিৎসা শেষে মুমূর্ষু অবস্থায় সিএনজি চালক উপজেলার ফুলদী এলাকার তমিজউদ্দিনকে (৪০) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন প্রতিবেদককে জানান, সিএনজি চালিত অটোরিকশার সাথে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ পাঁচ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরো দুজন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

একুশে সংবাদ/ এস কে

Link copied!