গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালিয়ে আলোচনায় আসেন কিশোরগঞ্জ সদরের দানাপাটুলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মাজহারুল ইসলাম মাসুদ।
রোববার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর ফকিরাপুল থেকে মাসুদকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করেছে র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।
তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট কিশোরগঞ্জ সদরে ছাত্র-জনতার ওপর গুলির ঘটনা ঘটে। পরবর্তীতে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে এ ঘটনায় দানাপাটুলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মাজহারুল ইসলাম মাসুদের সরাসরি জড়িত থাকার তথ্য মিলেছে। একই অভিযোগে মাসুদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় মামলাও রয়েছে।
পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানীর ফকিরাপুল থেকে মাসুদকে গ্রেফতার করা হয়। তাকে কিশোরগঞ্জ সদর থানায় সোপর্দ করা হবে বলে জানান র্যাব কর্মকর্তা।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :