নরসিংদীতে কালভার্টের নিচে পানিতে পড়েছিল রতন মিয়া (৩৫) নামে এক ইজিবাইক চালকের মরদেহ। পরে সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে তার মরদেহ উদ্ধার করে নরসিংদী রেলওয়ে পুলিশ।
নিহত রতন মিয়া পৌর শহরের বানিয়াছল এলাকার মৃত আবু তাহেরের ছেলে। তিনি শহরের খালপাড় এলাকায় বসবাস করতেন।
পথচারী ও পুলিশ জানায়, আজ সোমবার বেলা ১১টার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশনের অদূরে চেম্বার অব কমার্স ভবনের সাথে রেললাইনের কালভার্টের নিচে পানিতে পড়েছিল অজ্ঞাত একজনের মরদেহ। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি ইজিবাইক চালক রতন মিয়ার বলে তার পরিচয় নিশ্চিত করে পরিবারের সদস্যরা। দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে রেলওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) মোঃ শহীদুল্লাহ্ জানান, নিহতের মাথা ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। রাতের কোন একসময় ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত পদক্ষেপ নেয়া হবে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :