আজ সোমবার খুলনায় নানা কর্মসূচির মাধ্যমে ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপিত হয়। জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, শিশু একাডেমি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এই মহিমান্বিত দিনটিকে ঘিরে আয়োজন করে আলোচনা সভা, দোয়া মাহফিল ও প্রতিযোগিতা।
সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধান অতিথি অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ ফিরোজ শাহ এর উপস্থিতিতে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। খুলনা সিটি কর্পোরেশন নগরভবনে আয়োজন করে শিক্ষক সমাবেশ, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা। প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম এবং ইমাম পরিষদের সভাপতি মাওলানা মুশতাক আহমাদ সহ অন্যান্য অতিথিরা নবীজীর জীবনাদর্শ অনুসরণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
শিশু একাডেমিতে শিশুদের জন্য হামদ-নাত ও রচনা প্রতিযোগিতা আয়োজন করা হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ শাহজাহান কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়াও ইসলামিক ফাউন্ডেশন, বিভিন্ন মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনীর ওপর আলোচনা, ক্বিরাত ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :