সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার পল্লী বিদ্যুতের কর্মরত কর্মচারীগনের গাফিলতি ও উদাসীনঅতার কারণে বিদ্যুৎ পিষ্ট হয়ে একটি গরু মারা গেছে।
১৭ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর দেড়টার সময়, উপজেলার চামরদানী ইউনিয়নের মদনপুর গ্ৰামের সুকুমার মজুমদারের গরুটি, পরে থাকা বিদ্যুৎ এর তাঁরে পিষ্ট হয়ে এ ঘটনা ঘটে।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, বেশ কিছুদিন যাবত মদনপুর গ্ৰামের মাঝামাঝি একটি বিদ্যুৎ এর কোটির তার ছিরে পরে থাকে। বিচ্ছিন্ন তাঁর মেরামতের মধ্যনগর পল্লী বিদ্যুতায়ন অফিসে জানোয়ার জন্য অফিস অভিযোগ কেন্দ্রের মোবাইলে বার বার ফোন করলেও ফোন রিসিভ করে না দায়িত্বে থাকা লোকজন।
এছাড়াও তারা আরও বলেন আমাদের এলাকার বিদ্যুৎ লাইনের সমস্যা হলে অভিযোগ কেন্দ্রের মোবাইলে কোনো সময় কল ধরেন না। এলাকার অনেকেই অফিসে গিয়ে সমস্যার কথা বলার পরেও, লাইন মেরামত করার জন্য সময়মতো আসেনা। দুইদিন পরে আসলেও মেরামতের জন্য তাদেরকে খরচের টাকা দিতে হয়। তারা বলেন এ-সব কাজের জন্য অফিস আমাদেরকে খরচ দেয়না।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :