গাইবান্ধায় প্রাইভেটকারে করে গাঁজা পাচারকালে জিয়ারুল ইসলাম (২৮) ও শাফিউল (৪০) নামে দুই যুবককে আটক করেছে র্যাব-১৩। এ সময় তাদের কাছ থেকে ২৬ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং পাচার কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।
১৮ সেপ্টেম্বর বুধবার দুপুরে র্যাব-১৩ অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সালমান নূর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার গরুহাটি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃত জিয়ারুল লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জনাব আলীর ছেলে এবং শাফিউল একই এলাকার মৃত এলাহি বকসের ছেলে।
র্যাব জানায়, আটকরা রংপুর থেকে গাঁজা নিয়ে প্রাইভেটকারে করে ঢাকার দিকে যাচ্ছিলেন। মঙ্গলবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে ওই কার থামিয়ে তল্লাশির চালায় গাইবান্ধার র্যাবের সদস্যরা। এ সময় গাড়িতে থাকা ২৬ কেজি গাঁজা পাওয়া যায়। পরে ওই দুই যুবককে আটক করে গাঁজা ও কারটি জব্দ করা হয়। র্যাব আরও জানায়, তারা দীর্ঘদিন থেকে প্রাইভেটকারে করে ঢাকায় গাঁজা পাচার করে আসছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :