AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজীবপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু


Ekushey Sangbad
রাজীবপুর উপজেলা প্রতিনিধি, কুড়িগ্রাম
০৬:০৯ পিএম, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
রাজীবপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

কুড়িগ্রামের রাজীবপুরে সড়ক দুর্ঘটনায় জাহিফা নামের ৬মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বূহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার সদরইউনিয়নের বটতলার পশ্চিম পাশে ফকিরের দহ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।


নিহত শিশু জাহিফা উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের নয়াচর মন্ডল পাড়া গ্রামের জুলফিকার আলী সুজন এবং সুমি দম্পত্তির কন্যা। 


পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, চররাজীবপুর বটতলা ফয়জুর রহমান জেনারেল হসপিটালে শিশুর চিকিৎসা নেওয়ার শেষে অটোরিকসা যোগে বাড়ি যাওয়ার সময় সাইট রাস্তা থেকে মেইন রাস্তার ওঠার সময় শিশু ও তার খালা অটোরিক্সা থেকে ছিটকে পড়ে যায়। মেইন রাস্তার পশ্চিম দিক থেকে আসা বালু বোঝাই ট্রলির চাকার নিচে পড়ে। এতে মাথা থেঁতলে ঘটনা স্থলেই শিশুর মৃত্যু হয়। মৃত শিশুটির খালা শাপলা আক্তার গুরুতর আহত হন।


রাজীবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিমুর রহমান বলেন. এ ঘটনায় সড়ক ও পরিবহন বিভাগ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

একুশে সংবাদ/বিএইচ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!