AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

"কেএমপি’র দুই সদস্য পেলেন জাতীয় শুদ্ধাচার পুরস্কার"


কর্মক্ষেত্রে সততা ও শুদ্ধাচারের স্বীকৃতি স্বরূপ খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) দুই সদস্যকে ২০২২-২০২৩ অর্থবছরের জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় কেএমপি হেডকোয়ার্টার্সে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার তাদের হাতে পুরস্কার তুলে দেন।

এবারের শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন এএসআই (নিঃ) মাসুদ রানা এবং কনস্টেবল মো. ওমর ফারুক। তাদের কর্মক্ষেত্রে নিষ্ঠা ও সততার স্বীকৃতি হিসেবে এ পুরস্কার প্রদান করা হয়। 

পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, "আপনারা কর্মক্ষেত্রে শুদ্ধাচারের মডেল হিসেবে কাজ করছেন। আপনাদের দেখে অন্য পুলিশ সদস্যরাও সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে অনুপ্রাণিত হবে।"

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোছাঃ তাসলিমা খাতুন এবং সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি রাশিদা বেগম।

একুশে সংবাদ/ এস কে

 

Link copied!