AB Bank
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চুয়াডাঙ্গায় ছাত্রলীগকর্মী রকিকে কুপিয়ে জখম


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,চুয়াডাঙ্গা
০১:৩৬ এএম, ২০ সেপ্টেম্বর, ২০২৪
চুয়াডাঙ্গায় ছাত্রলীগকর্মী রকিকে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গা পৌর এলাকায় রকি (২৭) নামের এক ছাত্রলীগকর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে পৌর এলাকার মাস্টারপাড়ার মন্দিরের কাছে এ ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আহত রকি পৌর এলাকার মাঝেরপাড়ার বাসিন্দা ও ছাত্রলীগকর্মী বলে জানা গেছে। রকি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অনিক জোয়ার্দ্দারের ঘনিষ্ঠজন হিসেবেই পরিচিত।

সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে শহরের পুজোতলা এলাকায় কয়েকজন যুবক রকির ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় রকিকে বেধড়ক পেটাতে থাকে। একপর্যায়ে রকির ডান হাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে তারা। এরপরই রকির ঘনিষ্ঠরা তাকে উদ্ধার করে নিরাপদস্থানে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হতে পারে বলে জানা গেছে। তবে কে বা কারা মেরেছে তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

এ বিষয়ে জানতে আহত রকির নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। তার পরিবারের সাথেও কথা বলা সম্ভব হয়নি।

চুয়াডাঙ্গা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান লালন বলেন, ঘটনাটি শুনেছি। কোনো অভিযোগ এখনো পর্যন্ত পায়নি। এছাড়া হাসপাতালেও কোনো ছাত্রলীগকর্মীকে জখম অবস্থায় দেখা যায়নি। হয়তো প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিচ্ছে। আমরা খোঁজ নিচ্ছি। তবে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, যারা এ হামলার ঘটনা ঘটিয়েছে তাদের শনাক্তে পুলিশ কাজ করছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ তৎপর আছে। এদিকে, এ ঘটনার পর চুয়াডাঙ্গা শহর থমথমে অবস্থা বিরাজ করছে।

 

একুশে সংবাদ/জ.ন/এনএস

Link copied!