খুলনা বিভাগে ডেঙ্গু জ্বরের সংক্রমণ ক্রমশ বেড়ে চলেছে, যা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। একদিনে (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুনভাবে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৬ জন। চলতি বছর খুলনা বিভাগে ডেঙ্গু আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১,৬৪৩ জনে। এ সময়ে মৃত্যুবরণ করেছেন ৬ জন, যার মধ্যে ৪ জন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ২ জন যশোরে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এ বছর বৃষ্টি ও তাপমাত্রার কারণে ডেঙ্গু ভাইরাসের বাহক এডিস মশার লার্ভার ঘনত্ব বেড়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বর্তমানে খুলনা বিভাগে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ১৯৯ জন, তবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১,৪৩৫ জন।
খুলনা জেলায় এখন পর্যন্ত ৪১৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। যশোরে ৩৩৪ জন, মেহেরপুরে ২৩২ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১৮২ জন এবং অন্যান্য জেলায়ও সংক্রমণ ছড়িয়েছে। খুলনা সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, খুলনার ৯ উপজেলাসহ বিভিন্ন হাসপাতাল মিলে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও ডা. সুহাস রঞ্জন হালদার জানান, প্রতিদিনই নতুন ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে, যা গত মাসের তুলনায় চলতি মাসে আরও বেড়েছে। তিনি জনগণকে ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতন হওয়ার আহ্বান জানান। অন্যথায় ডেঙ্গুর বিস্তার আরও ভয়াবহ হতে পারে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :