AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্ত দুই পলাতক আসামি গ্রেফতার


Ekushey Sangbad
এহসান বিন মুজাহির, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
০২:৪০ পিএম, ২১ সেপ্টেম্বর, ২০২৪
শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্ত দুই পলাতক আসামি গ্রেফতার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে পৃথক দুই মামলায় ওয়ারেন্টভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারকৃত দুই আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শ্রীমঙ্গল থানা সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ মাহবুবুল আলম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার লামুয়া ও মাধবপাশা এলাকায় গতকাল রাতে অভিযান পরিচালনা করে শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের লামুয়া এলাকা থেকে জিআর-২৩২/১১, দায়রা-৩৫৩/১২ এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ সেলিম মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি লামুয়া গ্রামের মৃত আফতাব মিয়ার পুত্র।

অপরদিকে এসআই মহিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে রাত দেড়টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নেে মাধবপাশা এলাকার সাইদুর রহমানের বাড়ী থেকে শ্রীমঙ্গল থানার মামলা নং-০৬, ১৪৩/৪৪৭/৩২৩/৩৫৪/৩২৫/৩৭৯/৫০৬(২)/৩০৭ পেনাল কোড এর পলাতক আসামি রুবেল মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আমামি সিন্দুরখাঁন ইউনিয়নের লাহারপুর খিলগাঁও গ্রামের আলকাছ মিয়ার ছেলে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোঃ আমিনুল ইসলাম জানান,আসামীদ্বয়কে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

একুশে সংবাদ/ এস কে

Link copied!