AB Bank
ঢাকা রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিসিপিএ ৪৬তম আন্তর্জাতিক র‌্যাপিড রেটিং দাবা টুর্নামেন্টের সমাপনী


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
০৮:০২ পিএম, ২২ সেপ্টেম্বর, ২০২৪
সিসিপিএ ৪৬তম আন্তর্জাতিক র‌্যাপিড রেটিং দাবা টুর্নামেন্টের সমাপনী

চট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতি (সিসিপিএ)-এর আয়োজনে, সিসিপিএ ৪৬তম আন্তর্জাতিক র‌্যাপিড রেটিং দাবা টুর্নামেন্ট শনিবার (২১-সেপ্টেম্বর) চট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতি অডিটরিয়ামে সমাপনী হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  (সিজেকেএস) কাউন্সিলর সাইফুল আলম খাঁন,দাবা খেলোয়াড় সমিতির সভাপতি শহীদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল মালেকের সঞ্চালন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খেলোয়াড় সমিতির উপদেষ্ঠা মহসিন জামান পাপ্পু, রাকিব-উল-ইসলাম সাচ্চু, অ্যাড. ফজলে নুর বাপ্পি, সত্যঞ্জয় বড়ুয়া টিটু, মুজিবুর রহমান, আবু মহসিন, মির্জা আরিফুর রহমান, জাহাঙ্গীর আলম, মো: নুরুল আমিন, আসিফ মাহমুদ, রুহুল আমিন, মোঃ হাসান প্রমুখ।

টুর্নামেন্টে ফজলে নুর বাপ্পি ৬.৫ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন এবং ৬ পয়েন্ট পেয়ে ফিদে মাস্টার আব্দুল মালেক রানার আপ-হবার গৌরব অর্জন করেন। 

সমান খেলায় ৫.৫ পয়েন্ট পেয়ে মো: হাসান ৩য়, ৫পয়েন্ট পেয়ে টাই-ব্রেকিংয়ে  মুজিবুর রহমান ৪র্থ, মোঃ সুলতান ৫ম, অ্যাড. টিু বড়ুয়া ৬ষ্ঠ, মির্জা আরিফুর রহমান ৭ম এবং ৪.৫ পয়েন্ট পেয়ে এম করিম শাহিন ৮ম স্থান লাভ করেন। এছাড়াও অনুর্ধ্ব ১২ ক্যাটাগরিতে রিক কশোর দত্ত, অনুর্ধ্ব ১৬ ক্যাটাগরিতে মুশফিকুর রহমান, সেরা ননরেটেড জাকির হোসেন, সেরা মহিলা তাসপিয়া তাহসিন প্রিমা পুরস্কার লাভ করেন। 

বিশ্ব দাবার নিয়ন্ত্রক সংস্থা ফিদে কতৃক অনুমোদিত এই আন্তর্জাতিক র‌্যাপিড রেটিং দাবা টুর্নামেন্টে ২৮জন রেটেড খেলোয়াড়সহ অর্ধ শতাধিক দাবাড়ু অংশগ্রহণ করেন। 

এতে চীফ আরবিটার মোঃ নুরুল আমিন ও ডেপুটি চীফ আরবিটার আসিফ মাহমুদ দায়িত্ব পালন করেন।

একুশে সংবাদ/ এস কে

Link copied!