চট্টগ্রাম-৮ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি), বোয়ালখালী নাগরিক কমিটির সাবেক সভাপতি, জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মঈনুদ্দিন আহম্মদ খান বাদলের কবরে ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানিয়েছেন বোয়ালখালী নাগরিক কমিটি নেতৃবৃন্দ।
আজ দুপুরে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে বাদলের কবরস্থান পরিদর্শন করে সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, কবরে আগুন দেওয়াটা কোন ধরনের প্রতিবাদ। দোষীদের আইনের আওতায় আনা হোক। এতে উপস্থিত ছিলেন বোয়ালখালী নাগরিক কমিটির সাধারণ সম্পাদক কাজী যাবের ছাবেরী, সদস্য আবু নাছের, পার্থ সারথি চৌধুরী, এস এম মোদ্দাচ্ছের, রাজু দে, পূজন সেন, দেবাশীষ বড়ুয়া রাজু, এস এম করিম, সাগর নাথ, হাবিব রহমান, টিটু দে, অভি চৌধুরী, গ্রামীণ ব্যাংক অফিসার রফিকুল ইসলাম ও মো. সরোয়ার।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :