AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২২ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উলিপুরে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু


Ekushey Sangbad
কামরুজ্জামান স্বাধীন, উলিপুর, কুড়িগ্রাম
০৪:১৩ পিএম, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
উলিপুরে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রতন মিয়া (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে। রোববার (২২ সেপ্টেম্বর) বিকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামে। নিহত রতন মিয়া কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মফিজুল ইসলামের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওসি আবু বক্কর সিদ্দিক।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, ৭ বছর পূর্বে রতন মিয়ার বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকেই মায়ের সাথে দুর্গাপুর ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামে নানা আব্দুর রহমানের বাড়িতে থাকতেন। ঘটনার দিন রোববার (২২ সেপ্টেম্বর) বিকালে বাড়ির পার্শ^বর্তী পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হন রতন মিয়া। 

পরে তার সহপাঠিদের আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এসে পুকুরে খোঁজাখুঁজি করে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে। নিহত রতন মিয়া মানসিক ভারসাম্যহীন ছিল। সে পাবনা মানসিক হাসপাতাল থেকে চিকিৎসা গ্রহন করে আসছিল। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপ-পুলিশ পরিদর্শক মিজানুর রহমান।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। 

 

একুশে সংবাদ/বিএইচ
 

Link copied!