AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুন্সীগঞ্জের লৌহজংয়ে শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান


Ekushey Sangbad
আবু নাসের লিমন, মুন্সিগঞ্জ
০৩:০৪ পিএম, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
মুন্সীগঞ্জের লৌহজংয়ে শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মুন্সীগঞ্জ জেলার  লৌহজংয়ে শিক্ষা সংস্কার কমিশন গঠনসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবার। 

মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় লৌহজং উপজেলা পরিষদের সামনের সড়কে মানববন্ধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের সদস্যরা। 

মানববন্ধনে বক্তারা বৈষম্য দূরীকরণে বেসরকারি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ, জাতীয়করণের আগ পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখার দাবিতে বক্তব্য রাখেন। এ সময় লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিয়াম আহমেদের সঞ্চালনায় ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হোসেন খসরু, নওপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক, খিদিরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, কলমা লক্ষ্মীকান্ত উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. তোহা খান, মৌছা আমেনা হাকিম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. মোস্তফা কামাল, পয়সা কারামাতিয়া মাদ্রাসার শিক্ষক আমিমুল এহসান প্রমুখ বক্তব্য রাখেন। 

মানববন্ধনে উপজেলার মাধ্যমিক উচ্চ বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার শিক্ষকেরা অংশগ্রহণ করেন এ সময় লৌহজং  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার  মো. মাকসুদুর রহমান ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার সোহেল হায়দার খান উপস্থিত ছিলেন। 

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেনের কাছে শিক্ষা উপদেষ্টা  বরাবর দাবিদাওয়া সংবলিত স্মারকলিপি প্রদান করা হয়।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!