গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় প্রাইভেট কারযোগে ৩৮৭ বোতল ফেনসিডিল বহনকালে মুক্তা আক্তার পাখি (২২) নামে এক নারীকে আটক করেছে র্যাব-১৩।
মঙ্গলবার সকালে ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সালমান নুর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গতকাল সোমবার রাত ৯টার দিকে উপজেলার ঝাউলার বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মুক্তা আক্তার পাখি লালমনিরহাট জেলার হাতিবান্দা থানার পশ্চিম সাড়াডুবি গ্রামের রিপন ইসলামের স্ত্রী।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে উপজেলার ঝাউলার বাজার এলাকায় অভিযান চালায় র্যাব-১৩। এ সময় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩৮৭ বোতল ফেনসিডিলসহ ওই নারীকে গ্রেপ্তার করা হয়।
ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সালমান নুর আলম জানান, এ ঘটনায় র্যাব বাদী হয়ে সাদুল্লাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। মাদক কারবারি ওই নারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সাদুল্লাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :