বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে জামালপুরের মাদারগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষাপরিবারের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মাদারগঞ্জ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি ও মহিষবাথান রসুল মনির বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৈয়বুর রহমান, সহ -সভাপতি পাটাদহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল হক,মাদারগঞ্জ শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ও তারতাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা উম্মে কুলসুম রেবা, মাদারগঞ্জ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ও কে.এন পুর নজিমননেছা দাখিল মাদ্রাসার সুপার আব্দুল মুত্তালিব সেলিম,সাধারণ সম্পাদক বাংলাদেশ রাবেয়া সিরাজ বালিকা দাখিল মাদ্রাসার সুপার আলহাজ্ব মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম, মোসলেমাবাদ নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল হাসান সিরাজ,বি.ঘু.ন.ম মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আব্দুল্লাহ আল আমিন, খালেকন নেছা একাডেমির সহকারী শিক্ষক নাসরিন সুলতানা,ফুলজোড় রহিম জাফর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হাশেম প্রমুখ। বক্তব্য শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি স্মারক লিপি প্রদান করা হয়।
এসময় মাদারগঞ্জ এ এম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমামুর রশীদ বাবুল, জোনাইল উচ্চ বিদ্যালয়েন প্রধান শিক্ষক রহমতুল্লাহ বিএসসি, কলাদহ মির্জা মোস্তফা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুশফিকুর রহমান আজাদ,জোনাইল নয়াপাড়া ফাতেমা খান মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিম,প্রিন্সিপাল রইচ উদ্দিন আহম্মেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান রাফিউল ইসলাম, লোটাবর ছেরাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক,মুহাম্মদ আমীর হামজা,মোসলেমাবাদ আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজ,নিশ্চিন্তপুর আলীম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মীর আব্দুল্লাহ,ময়েজ উদ্দিন দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল হামিদ,ফাজিলপুর বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা জয়নাল আবেদীন,সানাইবান্দা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা জাহিদুল ইসলাম,লোটাবর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবু বক্কর সিদ্দিক,ভাটিয়ানী আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলাউদ্দিনসহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক - কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :