AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রতিযোগিতা করতে গিয়ে নিয়ন্ত্রণ হা‌রিয়ে বাস বসতঘরে, পথচারী নিহত


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
০২:৩২ পিএম, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
প্রতিযোগিতা করতে গিয়ে নিয়ন্ত্রণ হা‌রিয়ে বাস বসতঘরে, পথচারী নিহত

টাঙ্গাইলের ভুঞাপু‌রে প্রতিযোগিতা করতে গিয়ে নিয়ন্ত্রণ হা‌রিয়ে এক‌টি বাস বসতঘরের ওপর পড়ে এক পথচারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে টাঙ্গাইল-তারাকা‌ন্দি আঞ্চ‌লিক মহাসড়কের উপজেলার কু‌ঠিবয়ড়া বাজার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আব্দুল হা‌লিম (৫৫) কু‌ঠিবয়ড়া গ্রা‌মের বা‌সিন্দা। তি‌নি কু‌ঠিবয়ড়া বাজার মোড়ের মনোহ‌রীর দোকানদার।

প্রত‌্যক্ষদর্শীরা জানান, ঢাকা থে‌কে ছেড়ে আসা তারাকা‌ন্দিগামী এসএস ট্রা‌ভেল ও ভাই ভাই প‌রিবহ‌ন নামে যাত্রীবাহী দুটি বাস বেপরোয়াগ‌তিতে আগে যাওয়ার প্রতিযোগিতা করে। হঠাৎ কু‌ঠিবয়ড়া বাজার মোড় পার হওয়ার সময় এসএস ট্রা‌ভেলস বাস‌টি নিয়ন্ত্রণ হা‌রিয়ে সড়কে থাকা পথচারী‌কে চাপা দিয়ে বসতঘরের ওপর পড়ে যায়। এতে ঘরে থাকা শাশু‌ড়ি ও ছেলের বউ আহত হন।

ঘরের মা‌লিক সোলায়মানের পুত্রবধূ শার‌মিন আক্তার বলেন, ‘ঘরে ঘু‌মিয়ে ছিলাম। বিকট শব্দ শুনে উঠে যাই। ভেবে‌ছিলাম ঘরের ওপর গাছ পড়েছে। কিন্তু পরে দে‌খি ঘরের ওপর গা‌ড়ির মাথা। এতে আমি আটকে পড়লে মান‌ুষজন এসে উদ্ধার করেন। শিশু সন্তানটা দূরে ছিল, বিধায় দুর্ঘটনা হতে রক্ষা পেয়েছে। এ ছাড়া অপর ঘরে আমার শাশু‌ড়ি ছিলেন, ‌তিনি আহত হয়েছেন।’

কু‌ঠিবয়ড়া গ্রামের শাহীন জানান, দুর্ঘটনার সময় বৃ‌ষ্টি শুরু হয়। এ সময় বৃদ্ধ হা‌লিম সড়কের মোড়ে থাকা ভ‌্যান‌টি প‌লি‌থিন দিয়ে ঢেকে দেয়ার সময় বাস‌টি তাকে চাপা দেয়। ‌এ ছাড়া বাস‌টি নিয়ন্ত্রণ হা‌রিয়ে ঘরের ওপর উঠে যায়। পরে স্থানীয়রা বাসে থাকা যাত্রীদের উদ্ধার করেন। এ সময় ১০ বাসযাত্রী আহত হয়েছেন।

ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ক‌রিম বলেন, ‘ঘটনার খবর পেয়ে পু‌লিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত‌্যু হয়েছে। এ ছাড়া কয়েকজন বাসযাত্রী আহত হয়েছেন।’

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!